বিজনেসটুডে ২৪ প্রতিনিধি
সিলেট: নগরের লাভিস্তা হোটেলে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় যুক্তরাজ্য প্রবাসী বিয়ে করছেন বলে জানা গেছে। হোটেলেই বিয়ের আয়োজন করা হয়। এতে কনে ছাড়াও বাইরে থেকে আসা অনেক অতিথিরা অংশ নেন। গেল ২০ মার্চ রাতে ঘটা করে এ বিয়ের আয়োজন হয়। চলে খানাদানার আয়োজনও। জানা যায়, গত ১৮ মার্চ যুক্তরাজ্য থেকে সিলেটে আসা যাত্রীদের মধ্যে ১১ জনকে হোটেল লাভিস্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। এদের মধ্যে দুজন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাঙ্গাইল এলাকার এক নারী (৪৮) ও তার ছেলে (২৮)। মা অবস্থান করেন ৪০১ নম্বর কক্ষে আর তার ছেলে অবস্থান করেন ৪০৬ নম্বর কক্ষে। এছাড়াও ১৮ মার্চ বিকেলে একই হোটেলেই ‘এঙ্গেজমেন্ট’ অনুষ্ঠান হয়। যার বিনিময় হোটেল কর্তৃপক্ষ আদায় করেছেন মোটা অংকের আর্থিক সুবিধা। লাভিস্তা হোটেলের ব্যবস্থাপক তারেক আহমদ বলেন, ‘বিয়ের অনুষ্ঠানের তথ্য ভুল। তবে আকদ হয়েছে (বিবাহ রেজিস্ট্রি)। এজন্য কাজিসহ ৪ থেকে ৫ জন মানুষ এসে তারা কেবল স্বাক্ষর নিয়েছেন। মূলত মানবিক দিক বিবেচনায় সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে।’ সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক, অতিরিক্ত দায়িত্ব) আ.ন.ম. বদরুদ্দোজা বলেন, আমরা এসব বিষয়ে কঠোর হচ্ছি। কিন্তু সকল কিছুর উর্ধ্বে সচেতনতা। চাইলেই কারো সাথে আসামির মত আচরণ সম্ভব নয়। সে ক্ষেত্রে প্রবাসীদের সহযোগিতা করতে হবে। আর হোটেল কর্তৃপক্ষের ব্যাপারে ইতোমধ্যে দেখেছেন আমরা পদক্ষেপ নিচ্ছি। লাভিস্তার বিয়ের বিষয়টি আমি এখন অবগত হলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।