বিজনেসটুডে২৪ ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রাত্রিকালীন কারফিউ জারি করছে সরকার। স্থানীয় সময় শনিবার থেকে এ কারফিউ শুরুর ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘ভাইরাসটি খুব দ্রুত গতিতে ছড়াচ্ছে। আগে এমনটি দেখা যায়নি। ফলে পরবর্তী কয়েক সপ্তাহ করোনার এ সংক্রমণ কমাতে আমাদের জরুরি ব্যবস্থা নিতে হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে গত মে মাসের পর প্রথমবারের মতো প্রতিদিন দুই হাজার মানুষের মৃত্যু হচ্ছে। লস অ্যাঞ্জেলেস টাইমসের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গত আগস্টের পর সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে ক্যালিফোর্নিয়ায়। তাই পশ্চিমের এ অঙ্গরাজ্যটিতে করোনার ঢেউ মোকাবিলায় জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়ায় গত সপ্তাহে ১০ লাখ মানুষ করোনায় সংক্রমিত হয়। অঙ্গরাজ্যটিতে করোনা সংক্রমণের হার বাড়ছেই। ফলে স্থানীয় সময় শনিবার থেকে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারি করছে সরকার। পরে এর মেয়াদ প্রয়োজনে বাড়ানোও হতে পারে। রাত্রিকালীন কারফিউয়ের যে সময় বেঁধে দেওয়া হয়েছে ওই সময়ের বাইরে ক্যালোফোর্নিয়ার রেস্তোরাঁগুলো খাবার সরবরাহ করতে পারবে।