বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খাগড়াছড়ি:এডিপিভুক্ত প্রকল্পে জেলা প্রশাসকদের (ডিসি) দিয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন কমিটি করতে জনপ্রশাসন মন্ত্রণালয় যে চিঠি পাঠিয়েছে তা বাতিলের দাবি জানিয়েছে প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) খাগড়াছড়ি।।
আদেশ প্রত্যাহারের দাবীতে আইইবির উদ্যোগে মানববন্ধন করেছেন খাগড়াছড়ি জেলায় কর্মরত প্রকৌশলীরা।
১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে আইইবি সদর দফতরের উদ্যোগে সারাদেশের ৬৪টি জেলায়, আইইবির ১৮টি কেন্দ্র ও ৩৩টি উপকেন্দ্রের সাথে একযোগে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।
জানা যায়, গত ১৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে সরকারের উন্নয়ন প্রকল্পসমূহ মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে সম্পৃক্ত করতে অনুরোধ করেছেন।