Home Second Lead খাজা শিপব্রেকিং: কেন বন্ধ হবে না ব্যাখ্যা চেয়েছে শিল্প মন্ত্রণালয়

খাজা শিপব্রেকিং: কেন বন্ধ হবে না ব্যাখ্যা চেয়েছে শিল্প মন্ত্রণালয়

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপকূলে মাদামবিবির হাট এলাকায় অবস্থিত খাজা শিপ ব্রেকিং লিমিটেড-এ নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল না এবং প্রয়োজনীয় প্রশিক্ষণবিহীন কর্মী দিয়ে কাজ চলছিল বলে আশংকা শিল্প মন্ত্রণালয়ের।

মঙ্গলবার সেখানে দু’জন শ্রমিকের প্রাণহানির পর শিল্প মন্ত্রণালয় এই আশংকা করে ঐ ইয়ার্ডের অপারেশনাল কাজ বন্ধ করে দিয়েছে সাময়িকভাবে। স্থায়ীভাবে কেন বন্ধ করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়। নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদানে কি ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে তাও জানতে চাওযা হয়েছে মন্ত্রণালয় থেকে।

শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা যায়, খাজা শিপ ব্রেকিং লিমিটেডকে ইতিপূর্বেও নিরাপত্তার বিষয়ে সতর্ক  করা হয়েছে। দুর্ঘটনা প্রতিরোধের বিষয়ে বিধি অনুসারে কাজ পরিচালনার জন্য বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু যথাযথ ব্যবস্থা না নেয়ার পরিণতি মঙ্গলবারের দুর্ঘটনায় দু’জনের প্রাণহানি। এ ধরনের দুর্ঘটনার কারণে দেশে বিদেশে বাংলাদেশের শিপ ব্রেকিং শিল্প সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে।

খাজা শিপ ব্রেকিং ইয়ার্ড-এর ‍দুর্ঘটনার ব্যাপারে উপ সচিব মো. মোখলেছুর রহমান আকন্দ, এইচ আর শিপ ম্যানেজমেন্ট লিমিটেডের উপদেষ্টা ক্যাপ্টেন সিরাজুল মাওলা, ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ শিপব্রেকারস এন্ড রিসাইকেলার্স এসোসিয়েশনকেও তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছ।

মঙ্গলবারের দুর্ঘটনায় নিহত হয় দু’শ্রমিক। এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।

গত ২৩ জুলাইও একজন শ্রমিক প্রাণ হারায় খাজা শিপ ব্রেকিং ইয়ার্ডে।

পরিবেশ সুরক্ষা, দুর্ঘটনার কারণ ও অন্যান্য বিষয় বিবেচনায়  শিল্প মন্ত্রণালয়  ৩ মাস স্ক্র্যাপ জাহাজ আমদানি বা স্থানীয় উৎস হতে সংগ্রহ থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছিল। ৩০ সেপ্টেম্বর শিল্প মন্ত্রণালয় থেকে ঐ নির্দেশ দেয়া হয়।