Home চট্টগ্রাম ১৯ বছর পর নির্বাচন হলো খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশনের

১৯ বছর পর নির্বাচন হলো খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশনের

খাতুনগঞ্জ। ছবি সংগৃহীত

সালাম সভাপতি, আমিনুর সাধারণ সম্পাদ নির্বাচিত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: প্রায় ১৯ বছর পর নির্বাচন হলো খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের।  ৪১ পদের সবাই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। চট্টগ্রামের বাণিজ্যপাড়ার শীর্ষ সংগঠনটিতে সদস্য রয়েছেন ৬৩০ জন ভোগ্যপণ্যের পাইকারি ব্যবসায়ী, আড়তদার, কমিশন এজেন্ট ও সাধারণ ব্যবসায়ী।

গতকাল সোমবার প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে যেসব পদে একাধিক প্রার্থী ছিলেন তারা মনোনয়ন প্রত্যাহার করেন।  আজ মঙ্গলবার নির্বাচন পরিচালনা কমিটি এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪১ প্রার্থীর সবাইকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচন কমিশনার মো. জামাল হোসেন জানান, পাঁচজন প্রতিদ্বন্ধি প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় ৪১ পদের সবাই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

সভাপতি মোহাম্মদ আবদুস সালাম

নির্বাচিতরা হলেন সভাপতি পদে মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ আবদুস সালাম, সিনিয়র সহ-সভাপতি পদে আহমদ রশীদ আমু, সহ-সভাপতি পদে মো. আবসার উদ্দিন ও অনিল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর পারভেজ, সহ-ুসাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ ও আবদুর রাজ্জাক, অর্থ সম্পাদক নুরুল আলম, সহ-অর্থ সম্পাদক মীর মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু বক্কর, সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক খোরশেদ আলম, আইন বিষয়ক সম্পাদক মহিউদ্দিন, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদুল আলম, বন্দর কাস্টম ও ভ্যাটবিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ আকবর আলী।

নির্বাহী সদস্যের ২৫ পদে নির্বাচিতরা হলেন আমিনুল ইসলাম, আশুতোষ মহাজন, পরিতোষ দে, জাবেদ ইকবাল, মোহাম্মদ আইয়ুব আলী, আবুল কাশেম, ধীমান দাশ গুপ্ত, এসএম সেলিম, মঈনুদ্দিন মো. হারুন, কাজল পালিত, দীপংকর চৌধুরী, মো. শোয়েব খাঁন, রাশেদ পারভেজ, মোহাম্মদ মামুন, শাহেদুল ইসলাম, আব্দুল কাদের রিজওয়ান, শফিউল আলম, মোহাম্মদ রাশেদ আলী, জহির উদ্দিন, মোহাম্মদ আলী, সৈয়দ সাব্বির আহমদ, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ ইলিয়াছ, নিজাম উদ্দিন এবং মীর আহসান উল্লাহ রাসেল।