Home কৃষি খাদ্য ব্যবস্থাপনা সমস্বয় কমিটির প্রজ্ঞাপন জারি

খাদ্য ব্যবস্থাপনা সমস্বয় কমিটির প্রজ্ঞাপন জারি

বিজনেসটুডে২৪ ডেস্ক:

জেলা পর্যায়ে খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে নিয়ন্ত্রণের লক্ষ্যে দেশের সব জেলার জেলা প্রশাসকদের (ডিসি) জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভাপতি করে প্রজ্ঞাপন জারি করেছে খাদ্য মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে কমিটির কার্যাবলীতে বলা হয়েছে, পুনর্গঠন সমন্বয় কমিটির সভাপতি নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে প্রতিমাসে অন্তত একবার এবং বছরে কমপক্ষে ছয় বার সভা অনুষ্ঠিত হবে।

তবে বিশেষ পরিস্থিতিতে যে কোনও সমন্বয় সভা আহ্বান করতে পারবেন। কমিটি প্রয়োজনবোধে এবং সংশ্লিষ্ট যে কোনও ব্যক্তিকে সমন্বয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে সভায় আহ্বান জানাতে পারবেন।

সদস্য হিসেবে রয়েছেন- পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা সদর সিটি করপোরেশন বা পৌরসভার মেয়র বা তার প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী, পরিবেশ অধিদফতরের উপপরিচালক বা সহকারী পরিচালক, জেলা খাদ্যনিয়ন্ত্রক, এনএসআইয়ের সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যানের একজন প্রতিনিধি, জেলা কনজিউমারস অ্যাসোসিয়েশনের সভাপতি, খাদ্যব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুই জন প্রতিনিধি, খাদ্য উৎপাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুই জন প্রতিনিধি, খাদ্যপ্রক্রিয়াকরণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুই জন প্রতিনিধি, সুশীল সমাজের একজন প্রতিনিধি, গণমাধ্যমের একজন প্রতিনিধি।

সংশ্লিষ্ট জেলার নিরাপদ খাদ্য অফিসার কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০১৭ সালের পর এই প্রথম ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ বাস্তবায়নে দেশব্যাপী নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ২০১৭ সালের ৬ জুলাই এই কমিটি গঠন করা হয়েছিল।