বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: সন্তোষ গুপ্ত (৯ জানুয়ারি ১৯২৫ – ৬ আগস্ট ২০০৪) দৈনিক সংবাদের সিনিয়র সহকারী সস্পাদক । আজ তার ১৭ তম মৃত্যুবাষির্কী । খ্যাতিমান এই কবি, প্রাবন্ধিক, কলাম লেখক দীর্ঘ পাঁচ দশকের বেশী সময় নিষ্ঠার সংগে সাংবাদিকতা করেছেন। দৈনিক সংবাদে লিখা তাঁর ‘’অনিরুদ্ধের কলাম’’ছিল পাঠক সমাদৃত।
সন্তোষ গুপ্তের জন্ম ১৯২৫ সালের ৯ জানুয়ারি ঝালকাঠির রুনসী গ্রামে। তিনি দৈনিক আজাদ ও সংবাদ-এ কাজ করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দৈনিক সংবাদ-এর সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
তার অসাধারণ তীক্ষ্ণ ‘অনিরুদ্ধের কলাম’ বিদগ্ধ মহলে সমাদৃত ছিল। দীর্ঘ দুই যুগে (১৯৭৮-২০০২) সহস্রাধিক কলাম লিখেছিলেন অনিরুদ্ধ; এর বাইরেও তার লেখা সম্পাদকীয় ও অন্যান্য প্রবন্ধ-নিবন্ধের সংখ্যা অসংখ্য। কবিতা, শিল্পকলা, চিত্রকলা, রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে লিখেছেন ১৪টি বই। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে ওসবাধীনতপদক সহঅসংখ্য পুরস্কার ও সম্মাননা।
সাংবাদিকতা ও সাহিত্যে অবদান রাখার জন্য তিনি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক (মরণোত্তর)সহ একুশে পদক, শেরেবাংলা পদক, বঙ্গবন্ধু পদক, মাওলানা তর্কবাগীশ পদক, জহুর হোসেন স্মৃতি পদকসহ বহু পুরস্কার, পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।