Home কলকাতা গজলডোবায় শুরু হচ্ছে হাতি সাফারি

গজলডোবায় শুরু হচ্ছে হাতি সাফারি

কলকাতা :

নতুন বছরের প্রথম দিন থেকেই গজলডোবায় শুরু হতে চলেছে হাতি সাফারি৷ উত্তরবঙ্গের জলদাপাড়া অভয়ারণ্য, গরুমারা ন্যাশনাল পার্কের পর বেঙ্গল সাফারি পার্কেও হাতি সাফারি শুরু হয়েছে৷ সুকনা জঙ্গলেও সাফারি চালু হলেও এখন তা বন্ধ রাখা হয়েছে। কিন্তু এবার গজলডোবায় হাতির পিঠে চেপে পর্যটকেরা ঘুরতে পারবেন। সরস্বতীপুর চা বাগান ঘেঁষা বৈকুণ্ঠপুর জঙ্গলে হবে হাতি সাফারি।

পর্যটনের ভরা মরশুমে ইতিমধ্যেই সেজে উঠেছে গজলডোবা৷ নতুন বছরে পর্যটকদের নতুন উপহার দিতে চলেছে বন এবং পর্যটন দফতর। গজলডোবার ভোরের আলোয আনা হচ্ছে চারটি প্রশিক্ষিত হাতি৷ জলদাপাড়া অভয়ারণ্য থেকেই হাতিগুলিকে গজলডোবায় আনা হচ্ছে৷

এপ্রসঙ্গে ডিএফও অঞ্জন গুহ জানান, হাতি সাফারির প্রস্তুতি এখন তুঙ্গে৷ হাতি সাফারির রুটও তাঁরা প্রায় তৈরি করে ফেলেছএন৷ তবে হাতি সাফারির জন্য পর্যটকদের মাথাপিছু ঠিক কত টাকা করে খরচ করতে হবে তা এখনও ঠিক করে উঠতে পারেননি তাঁরা৷

পর্যটকদের কাছে এখন পছন্দের অন্যতম ডেস্টিনেশন হয়ে উঠেছে গজলডোবা৷ আর গজলডোবায় এবার হাতি সাফারি চালু হয়ে গেলে পর্যটকদের কাছে তা আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই আশা পর্যটন দফতরের।