Home সারাদেশ গাজীপুরে ১৩০ মামলা, ৮৫,৯৮০ টাকা জরিমানা

গাজীপুরে ১৩০ মামলা, ৮৫,৯৮০ টাকা জরিমানা


গাজীপুর থেকে মোঃ রাসেল মিজি:
গাজীপুরে কঠোর অবস্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

দ্বিতীয় দিনে গাজীপুরে সরকারি নির্দেশনা অমান্য করে অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায়১৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত প্রায় ৮৫ হাজার ৯৮০ টাকা জরিমানা আদায় করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। শুক্রবার জেলা প্রশাসনের ২১টি ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ দণ্ড দেন।
জেলা প্রশাসক জানান, লকডাউনে সরকারি নির্দেশ কঠোরভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করেছেন। এ সময় করোনা মহামারি নিয়ন্ত্রণে লকডাউন চলাকালে শুক্রবার বিকেল পর্যন্ত গাজীপুরের হোতাপাড়া, রাজেন্দ্রপুর, কাশিমপুর, চান্দনা-চৌরাস্তা, টঙ্গী ব্রিজ, কামারপাড়া, কোনাবাড়ি, মিরের বাজার, সালনা, রাজেন্দ্রপুর, শ্রীপুর উপজেলা সহ বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানা তথা সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ১৩০ জনের বিরুদ্ধে ১৩০টি মামলা দায়ের ও তাদেরকে জরিমানা করে।
যারা এসব ভ্রাম্যমাণ আদালতে দায়িত্ব পালন করেছেন তারা হলেন, গাজীপুরের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন, সাব্বির আহমেদ, মোসা. হাফিজা জেসমিন, নীলিমা রায়হানা, মো. ইকবাল হোসেন, মনীষা আহমেদ, আরিফুন্নাহার রিতা, আশিক উর রহমান, নাফিস এলাহী, মোছা. সাদিয়া সুলতানা, তানিয়া তাবাসসুম, উম্মে হাবিবা ফারজানা ও ওসিউজ্জামান চৌধুরী।