Home সারাদেশ গুইমারায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল আরও ৬৫ পরিবার

গুইমারায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল আরও ৬৫ পরিবার

গুইমারা(খাগড়াছড়ি) থেকে দিদারুল আলম:  আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের ২য় ধাপে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আওতায় গুইমারা উপজেলায় ৬৫ পরিবারকে তাঁদের জমির দলিল ও গৃহের চাবি প্রদান করা হয়েছে।
 বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে প্রধানমন্ত্রীর পক্ষে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম আবদুল বাতেন এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন।
 এ উপলক্ষে আয়োজিত সভায় গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা সভাপতিত্ব করেন।
এছাড়া ও  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা,হাফছড়ি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান রেদাক মারমা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগন, জনপ্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।