বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতের আবারও কভিড হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে । এবার গুজরাটের ভরুচে একটি হাসপাতালে আগুন লেগে ১৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম জানায়, শুক্রবার(৩০ এপ্রিল) রাত ১টার দিকে আগুন লাগে ওই হাসপাতালে।
ভরুচের পুলিশ সুপার জানিয়েছেন রাজেন্দ্রসিন চুরাসামা বলেন, ‘‘আগুন ও আগুনের ধোঁয়ায় মৃত্যু হয়েছে ওই রোগীদের।’’
ভরুচ-জামবুসা হাইওয়েতে রয়েছে ওই কভিড হাসপাতাল। আগুন লাগার সময় চারতলা ওই হাসপাতালে মোট ৭০ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে ২৪ জন ছিলেন আইসিইউ-তে।
আগুন লাগার পর এলাকাবাসী ও দমকলকর্মীরা মিলে বাকিদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে হাসপাতালের এক তলায় আগুন লাগে, তারপর ছড়িয়ে পড়ে সেই আগুন। ঘণ্টাখানেকের মধ্যেই দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সুপার রাজেন্দ্রসিন চুরাসামা বলেন, ‘‘সকাল সাড়ে ৬টার সময় জানা যায়, ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে আগুন লাগার সময়ই।’’
বাকি ৬ জনের মৃত্যু আগুনের জেরে হয়েছে না অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় হয়েছে, সে ব্যাপারে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এর আগেও ভারতের একাধিক হাসপাতালে আগুন ও অক্সিজেন লাইনে ছিদ্র হয়ে হতাহতের খবর পাওয়া যায়।