Home দিল্লি পুরুষকে নয়, নিজেকেই বিয়ে করছেন

পুরুষকে নয়, নিজেকেই বিয়ে করছেন

ক্ষমা বিন্দু

বিজনেসটুডে২৪ ডেস্ক

নিজেকেই বিয়ে করতে চলেছেন ২৪ বছরের এক মহিলা। সেজন্য বিয়ের কার্ডও ছাপিয়ে ফেলেছেন ওই তরুণী। ঘটনাটি গুজরাটের ভদোদরার। তরুণীর দাবি, প্রথা ভাঙার জন্যই মূলত সেই সিদ্ধান্ত নিয়েছেন। তবে সেই সিদ্ধান্তের মাধ্যমে পুরুষদের খাটো করে দেখানোর কোনও বাসনা নেই তাঁর।

শামা বিন্দু নামে ওই তরুণী পুণের একটি সংস্থায় সিনিয়র রিক্রুটার হিসেবে কাজ করেন। ইতিমধ্যে সোশিয়োলজিতে স্নাতক স্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন। আপাতত রেজাল্টের অপেক্ষায় আছেন। সেইসঙ্গে আর পাঁচজন কনের মতো বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ১১ জুন বিয়ের জন্য তোড়জোড়ও সারছেন।

তারইমধ্যে বিন্দু বলেন, ‘নিজেকেই বিয়ে হল নিজের পাশে থাকার প্রতিজ্ঞা। নিজের জীবিকা ও জীবনযাপনের মাপকাঠি বেছে নেওয়া। যা আপনাকে আরও অভিজ্ঞ করে তুলবে এবং আপনাকে সবথেকে প্রাণোচ্ছ্বল, সুন্দর এবং অত্যন্ত সুখী করে তুলবে।’

তবে নিজেকেই বিয়ে করার বিষয়টি কীভাবে মাথায় এল? বিন্দু জানান, কানাডিয়ান ওয়েবসিরিজ ‘অ্যান উইথ অ্যান ই’ থেকেই সম্ভবত সেই ভাবনা মাথায় এসেছে। একটা কথা আমায় নাড়িয়ে দিয়েছিল – প্রত্যেক মহিলা কনে হতে চান, কিন্তু স্ত্রী নয়। নিজেকে বিয়ে করার মাধ্যমে আমি যে প্রাপ্তবয়স্ক হয়েছি, তাতে স্বীকৃতি দিচ্ছি।’

তবে আইনি পথে বিয়ে হচ্ছে না বলে জানান বিন্দু। ‘অল দ্য সিঙ্গেল লেডিস: আনম্যারেড উইমেন অ্যান্ড দ্য রাইজ অফ অ্যান ইন্ডিপেন্ডেট নেশনস’-র লেখিকা রেবেকা ট্রেস্টারকে উদ্ধৃত করে বিন্দু বলেন, ‘এটা অনেকটা প্রথা ভাঙার মতো বিষয়।’ সঙ্গে বিন্দু জানান, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে সমর্থন করেছে পরিবার। সকলকে পাশে পেয়েছেন। সমর্থন করেছেন বন্ধুরাও।

কিন্তু নিজেকে নিজেই বিয়ে করার বিষয়টি কি আইনসিদ্ধ? বিষয়টি নিয়ে আইনি বিশেষজ্ঞরা জানিয়েছেন, আইনে কোনও বাধা নেই। তাছাড়া পুরোটাই সামাজিকভাবে করছেন বিন্দু। যিনি বলেছেন, তাঁর সিদ্ধান্তের জন্য যে প্রচুর ঘৃণামূলক মন্তব্যের শিকার হতে পারেন, তা ভালোভাবেই জানেন। তবে নিজেকে বিয়ে করার মাধ্যমে ‘আমরা পুরুষদের অপ্রাসঙ্গিক বলছি না। আমরা শুধু বলছি যে মহিলারাও প্রাসঙ্গিক।’