বিজনেসটুডে২৪ ডেস্ক
করোনাভাইরাস মহামারীর ধাক্কায় স্থবির হয়ে পড়েছিল কেনিয়ার চা খাতের উৎপাদন, রফতানি ও বিপণন। তবে সেই পরিস্থিতি কাটিয়ে দ্রুতই ঘুরে দাঁড়াচ্ছে দেশটির চা খাত।
সম্প্রতি কেনিয়ার কৃষি মন্ত্রণালেয়র দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মহামারীর মধ্যেও ২০২০ সালে দেশটির চা উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। এ বছর চা উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ কোটি ৯০ লাখ কেজি, যেখানে আগের বছর উৎপাদন ছিল ৪৫ কোটি ৮০ লাখ কেজি। সেই হিসাবে এক বছরে চা উৎপাদন বেড়েছে ২৪ শতাংশ। উৎপাদনের পাশাপাশি কেনিয়ার চা রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশ।
গেল বছর দেশটি থেকে রেকর্ড পরিমাণ চা রফতানি হয়েছে। এ সময় ৫১ কোটি ৮০ লাখ কেজি চা রফতানি করেছে দেশটি, যেখানে আগের বছর রফতানির পরিমাণ ছিল ৪৯ কোটি ৬০ লাখ কেজি।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত বছর চা রফতানি থেকে কেনিয়ার আয় হয়েছে ১ হাজার ২০০ কোটি শিলিং (স্থানীয় মুদ্রা) বা প্রায় ১১১ কোটি ডলার, যেখানে আগের বছর রফতানি আয় ছিল ১০৮ কোটি ডলার। তবে এ সময় পানীয় পণ্যটির অভ্যন্তরীণ চাহিদার বাড়েনি, আগের বছরের মতোই ছিল।
কেনিয়ার কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য ও সমবায় মন্ত্রণালয়ের কেবিনেট সেক্রেটারি পিটার মুনয়া বলেন, করোনার মধ্যেও দেশের চা খাত দ্রুত নিউ নরমালের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করেছে, যে কারণে এখন স্থিতিশীল অবস্থায় এসেছে খাতটি।
-খবর সিনহুয়া