Home আন্তর্জাতিক ঘূর্ণিঝড় কবলিত মানুষের পাশে উর্বশী

ঘূর্ণিঝড় কবলিত মানুষের পাশে উর্বশী

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতের পশ্চিম উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় তকতে। দেশটির গুজরাট রাজ্যে তাণ্ডব চালিয়েছে এই প্রাকৃতিক দুর্যোগ। এছাড়া মহারাষ্ট্রের মুম্বাই শহরেও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে বলিউডের কয়েকজন তারকার সম্পত্তিও ক্ষতিগ্রস্থ হয়েছে। অমিতাভ বচ্চনের অফিস পানিতে ভরে গেছে, রণবীর কাপুরের নির্মাণাধীন বাড়িও ক্ষতির সম্মুখীন।

অসহায় ও ঠিকানাহীন মানুষ এই দুর্যোগে বেশি আক্রান্ত হয়েছে। আর তাদেরই পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড তারকা উর্বশী রাউতেলা। বলিউডের সুদর্শনা এই নায়িকা রাস্তায় নেমে এসে অসহায় মানুষের হাতে খাবার তুলে দিচ্ছেন।

নিজের ইনস্টাগ্রামে উর্বশী বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, নীল রঙের পোশাক পরে স্বাস্থ্যবিধি মেনেই তিনি মানুষকে খাবার দিচ্ছেন। শুধু মানুষই নয়, রাস্তার কুকুরগুলোকেও খাবার দিচ্ছেন এ নায়িকা।

উর্বশী জানিয়েছেন, ঘূর্ণিঝড় পরবর্তী এই সহযোগিতা তার নিজের সংস্থা ‘উর্বশী রাউতেলা ফাউন্ডেশন’ থেকে করা হচ্ছে।