Home Third Lead চট্টগ্রামে করোনা সংক্রমণের হার বেড়েছে

চট্টগ্রামে করোনা সংক্রমণের হার বেড়েছে

২৪ ঘণ্টায় ২৬ শতাংশ, আগেরদিন ছিল ২০ শতাংশ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বৃহস্পতিবার সকাল দশটা থেকে শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত চট্টগ্রামে করোনায় আরো আট জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৫ জন।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানাগেছে।

বৃহস্পতিবার চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি। ওইদিন আক্রান্তের সংখ্যা ছিল ৩৬৭ জন।

২৪ ঘণ্টায় চট্টগ্রামে নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৪২ জনের। সংক্রমণ শনাক্ত হয়েছে ৩০৫ জনের। তাদের মধ্যে মহানগরী এলাকার ২৭১ জন এবং বাকি ৩৪ জন বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া আট জনের বাড়ি মহানগরীতে।

এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪৪৫ জন। আর এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৩৮০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ২৬ শতাংশ। আগের দিন এ হার ছিল ২০ শতাংশ।