বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম : শুক্রবার সকাল সাড়ে আটা থেকে শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ২৪ ঘন্টায় চট্টগ্রামে রোনায় আরো সাত জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০২ জন।
শনিবার (১৭ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানাগেছে।
শুক্রবার চট্টগ্রামে করোনায় আট জনের মৃত্যু হয়। ওইদিন আক্রান্তের সংখ্যা ছিল ৩০৫ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নমুনা পরীক্ষা করা হয়েছে ১০২৬ জনের। সংক্রমণ শনাক্ত হয়েছে ৩০২ জনের। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৯ শতাংশ।
এদিন নতুন আক্রান্তের মধ্যে মহানগরী এলাকার ২২৬ জন এবং বাকি ৭৬ জন বিভিন্ন উপজেলার। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সাত জনের মধ্যে চার জন মহানগরীর এবং তিন জেলার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪৫২ জন। আর এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৬৮২ জন।