বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: শুক্রবার সকাল সাড়ে আটটা হতে শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত করোনায় ২৪ ঘণ্টায় আরো চারজন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৭৯ জন।
শনিবার (২৪ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানাগেছে।
২৪ ঘণ্টায় চট্টগ্রামের নয়টি ল্যাবে মোট ১৮১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ১৫ শতাংশ।
শুক্রবার চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। ওইদিন আক্রান্তের সংখ্যা ছিল ২৯৮জন।
নতুন করে আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ২০৯ জন এবং বাকি ৭০ জন বিভিন্ন উপজেলার।
সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার জনসহ করোনায় চট্টগ্রামে মোট মারা গেছেন ৪৮৬ জন। যার মধ্যে নগরীর ৩৬২ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১২৪ জন।
এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৭১৬। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৮৬ জন।