Home First Lead চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত, ৬ ভবন লকডাউন

চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত, ৬ ভবন লকডাউন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: এখানে প্রথম করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৭ বছর বয়সের একজন। তিনি   বিদেশ ফেরত নন, তবে বিদেশ ফেরত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।

আক্রান্ত ব্যক্তির বাসাসহ দামপাড়া ১নং গলির ৬টি ভবন লকডাউন করেছে প্রশাসন। এসব ভবনে বসবাস করেন অর্ধ শতাধিক পরিবার।

শুক্রবার ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে নমুনা পরীক্ষার পর  ঐ রোগীর রেজাল্ট পজেটিভ আসে বলে জানিয়েছেন  সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

জানান,  ৩৩ জনের নমুনা সংগ্রহ করে  পরীক্ষা করা হয়েছে বিআইটিআইডিতে । একজনের রেজাল্ট পজেটিভ এসেছে। অন্য কারও রেজাল্ট পজেটিভ আসেনি।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা প্রদান করা হচ্ছে আক্রান্ত রোগীকে । রাতেই তার বাড়ি লকডাউন করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন আহমেদ অনিক নিশ্চিত করেছেন বাড়ি লকডাউনের বিষয়টি ।

সিভিল সার্জন জানিয়েছেন, জেনারেল হাসপাতালের ২শ বেড আইসোলোশনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সর্বশেষ কক্সাবাজার থেকে একজন এবং নগরীর দামপাড়া থেকে একজনসহ দুইজন রোগী করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি হন।  চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৮শ ৭১জন।

২৫০শয্যা বিশিষ্ট এ হাসপাতালে আইসিইউ’র কোনো বেড নেই। তবে এ হাসপাতালে আইসিইউ সম্পন্ন ১০টি বেড চালুর কার্যক্রম শুরু  হয়েছে শুক্রবার থেকে।