বিজনেসটুডে২৪ ডেস্ক
চট্টগ্রাম: করোনা ভ্যাকসিন দিতে নগরীতে ৬৫টি কেন্দ্র স্থাপন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এজন্য ৩৮০ জন টিকাদান কর্মী এবং স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। প্রথমপর্যায়ে চিকিৎসক ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণ শেষে তারা ধারাবাহিকভাবে ৪ লাখ ৫৬ হাজার ডোজ করোনা টিকা প্রদান করবেন।
কেন্দ্রগুলি হল- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি, সম্মিলিত সামরিক হাসপাতালে ৪টি, সিটি কপোরেশন জেনারেল হাসপাতালে ১০টি এবং মোস্তফা হাকিম মাতৃসদন, বন্দরটিলা মাতৃসদন ও ছাফা মোতালেব মাতৃসদনে ৬টি করে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৮টি এবং পুলিশ হাসপাতালে ১টি কেন্দ্র থাকবে। এছাড়া, নগরীর বিভিন্ন হাসপাতালে আরো ১৪টি কেন্দ্রের ব্যবস্থা থাকবে।
সিটি কর্পোরেশনর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, এ কর্মসূচিতে ৬৫টিম কাজ করবে। প্রতিটি টিমে ২ জন ডাক্তার ও চার জন স্বেচ্ছাসেবক থাকবেন।
টিকা গ্রহণের পরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ব্যবস্থা নিতে পারবেন বলেও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান।