Home Second Lead চট্টগ্রাম-ঢাকা ওচট্টগ্রাম-সিলেট রুটে রেল চলাচল বন্ধ

চট্টগ্রাম-ঢাকা ওচট্টগ্রাম-সিলেট রুটে রেল চলাচল বন্ধ

  • মালবাহী কনটেইনার ট্রেন লাইনচ্যূত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কুমিল্লা: বুড়িচং উপজেলার রাজাপুর রেল স্টেশন এলাকায়  একটি মালবাহী কনটেইনার ট্রেন লাইনচ্যুত হয়েছে সোমবার ভোর ৪ টার দিকে। এরপর থেকে  চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।

লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী মো. লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।লিয়াকত আলী জানান,  লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে একাধিক উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতোমধ্যে একটি ট্রেন উদ্ধারকাজ শুরু করেছে।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার। তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন রাজাপুর স্টেশন এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। যার ফলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, রেলওয়ের একাধিক টিম লাইন মেরামতের কাজ করছে। যেহেতু লাইন বাঁকা হয়ে গেছে, স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে তা বলা যাচ্ছে না।