Home Second Lead চট্টগ্রাম বন্দরে এলার্ট-থ্রি

চট্টগ্রাম বন্দরে এলার্ট-থ্রি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সুপার সাইক্লোনের আশংকার মুখে চট্টগ্রাম বন্দরে বিশেষ সতর্কতা এলার্ট-থ্রি জারি করা হয়েছে।দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার প্রথম জোয়ারে জেটি থেকে সব জাহাজকে বাইরে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ছয় নম্বর বিপদ সংকেত দেওয়ার পরপরই সোমবার চট্টগ্রাম বন্দরে বিশেষ সতর্কতাএলার্টথ্রিজারি করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নিয়ন্ত্রণ কক্ষ খোলাসহ সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। 

জেটিতে জাহাজ ভিড়ানো বন্ধ করে দেয়া হয়। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রথম জোয়ারে সব জাহাজ বাইরে নিরাপদ আশ্রয়ে চলে যাবে। বহির্নোঙরে অবস্থানরত জাহাজগুলোও কুতুবদিয়ার কাছে চলে গেছে। বন্দরে পণ্য হ্যান্ডলিংয়ের যাবতীয় ইকুইপমেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বহির্নোঙরে ২৪টি মাদার ভেসেল থেকে পণ্য লাইটারিং চলছিল। সবগুলোর হ্যাচ বন্ধ করে ফেলা হয়েছে। সেখান নিয়োজিত লাইটারগুলো কর্ণফুলীতে নিরাপদ এলাকায় নোঙর ফেলেছে। বন্দর নিরাপদ রাখার স্বার্থে  সব লাইটার শাহ আমানত সেতুর পূর্ব পাশে  পাঠিয়ে দেয়া হচ্ছে।