বিজনেসটুডে২৪ প্রতিনিধি
নতুন নামে পুনরুজ্জীবিত হলো মরহুম জননেতা আলহাজ এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চট্টগ্রাম বন্দর উন্নয়ন পরিষদ। নতুন নাম চট্টগ্রাম বন্দর উন্নয়ন ও গবেষণা পরিষদ। এর সভাপতি কমডোর ( অবঃ) জোবায়ের আহমেদ। তিনি চট্টগ্রাম বন্দরের সাবেক সদস্য। সাবেক মহাপরিচালক ( শিপিং )।
আজ শনিবার ( ৭ নভেম্বর ) আন্দরকিল্লায় সিটি কর্পোরেশনের আবদুচ সাত্তার মিলনায়তনে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেয়া হয়।
শুরুতে সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় জানানো হয়, উন্নয়ন সংগ্রাম পরিষদের স্মরণীয় অবদানের ধারাবাহিকতায় সংগঠনটিকে পুনরুজ্জীবিত করে সঙ্গে, বিভিন্ন শ্রেণি – পেশার ও বন্দর বিশেষজ্ঞদের সমন্বয়ে পূর্বের কমিটিকে সংশোধন – সংযোজন করে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে । কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বন্দর সংক্রান্ত গবেষণালব্ধ বিভিন্ন তথ্য – উপাত্ত দিয়ে বন্দর প্রশাসন অথবা সরকারকে বিভিন্ন পরামর্শ দেয়া । যাতে বন্দর কর্তৃপক্ষ বন্দরের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে পারে এবং আমদানি ও রপ্তানি কন্টেইনার / কার্গো হ্যান্ডেলিংয়ে খরচ কমিয়ে আনতে পারে । যাতে ভোক্তা , ব্যবসায়ি ও দেশের অর্থনীতি উপকৃত হতে পারে ।
এছাড়া বন্দরের বিভিন্ন প্রকল্পের অবকাঠামো নির্মাণে দক্ষ ও মেধাবী জনবল নিয়াগ এবং সরকারের নীতিমালা অনুযায়ী সঠিক গাইড লাইন যথাযথভাবে অনুসরণ করা হয় এ ব্যাপারে বিভিন্ন সময়ে পরামর্শ প্রদান করা । যাতে বন্দৱেৱ উন্নয়ন , তথা অপারেশন এবং ব্যবস্থাপনার সুষ্ঠু পরিকল্পনা ও তা বাস্তবায়ন করা যায় ।
কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে খনন কাজ ও সংরক্ষণ , চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম শহরের যানবাহন চলাচলে শৃঙ্খলা আনয়নের ক্ষেত্র পরিষদ যথাযথ পরামর্শ প্রদান করবে ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য (অর্থ) মোশারফ হোসেন, সংগঠনের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান খান, গবেষণা উন্নয়ন সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুচ ছবুর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ খান, সদস্য ইঞ্জিনিয়ার আতাউর রহমান খান।