Home First Lead লকডাউনে বন্দরে জাহাজ ভিড়বে, পণ্য ডেলিভারি হবে

লকডাউনে বন্দরে জাহাজ ভিড়বে, পণ্য ডেলিভারি হবে

চট্টগ্রাম বন্দর

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বুধবার ( ১৪এপ্রিল) সকাল ৬ টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত লকডাউনের সময় জরুরি পরিসেবা বিবেচনায় চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম ২৪ ঘণ্টা চালু থাকবে।

বন্দর কর্তৃপক্ষের এক সার্কুলারে বলা হয়েছে: জাহাজের পাইলটিং সার্ভিস যথারীতি চালু থাকবে। আইএমও এবং হু ঘোষিত পদ্ধতি অনুসারে জাহাজের নাবিকদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা গ্রহণ করে জাহাজ বার্থিং প্রদান করা হবে। ভিটিএমআইএস এবং ভিটিএসএস সার্বক্ষণিক সচল থাকবে। পণ্য ওঠানামার যাবতীয় কাজ ২৪ ঘণ্টা সচল থাকবে। ন্যূনতম জনবল দিয়ে পণ্য ডেলিভারির ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সংক্রান্ত বন্দর কর্তৃপক্ষের সার্কুলার—–