Home First Lead চট্টগ্রাম সিটি নির্বাচন: আলোচনার বাইরের কেউ প্রার্থী বিএনপি’র?

চট্টগ্রাম সিটি নির্বাচন: আলোচনার বাইরের কেউ প্রার্থী বিএনপি’র?

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে এটা যেমন নিশ্চিত, তেমনি মেয়র পদে দলটি একজন নতুন প্রার্থীকে মনোনয়ন দিতে যাচ্ছে তাও। এখন পর্যন্ত যে কয়জন বিএনপি থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশা করছেন তাদের কারোই ইতোপূর্বে এই পদে লড়ার অভিজ্ঞতা নেই।

বিএনপি সূত্রে জানা গেছে, চট্টগ্রামের যে কয়জন নেতার নাম আলোচনায় এসেছে তারা সবাই দলীয় নির্দেশনা মানার জন্য নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ঘনিষ্ঠজনদের কাছে অভিমত ব্যক্ত করেছেন। কারণ সাম্প্রতিক সময়ে নির্বাচনের যে চেহারা দাঁড়িয়েছে তাতে শাসক দলের দাপটের কাছে বিএনপিকে অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে। চট্টগ্রামে আসন্ন নির্বাচনেও পরিস্থিতি একই রকম হবে, এমন ধারণা নিয়েই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে।

 নির্বাচনের মাঠে প্রার্থী ঘোষণা করে আগে-ভাগে নেমে পড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এতে দৃশ্যত বিএনপি প্রতিযোগিতায় কিছুটা পেছনে। কোনঠাসা অবস্থায়ও বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা একেবারে কম নয়। যদিও এসব সম্ভাব্য প্রার্থীর মেয়র পদে লড়ার সক্ষমতা, জনভিত্তি এবং দলীয় হাইকমান্ডের আস্থা অর্জনের মত বিষয়গুলো নিয়ে প্রশ্ন আছে।

 বিএনপি’র সম্ভাব্য মেয়র প্রার্থীর তালিকায় আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেন. সাধারন সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর কমিটির মহিলা সম্পাদিকা ডা: লুসি খান, ব্যবসায়ি নেতা এরশাদ উল্লাহ ও সাবেক ওয়ার্ড কমিশনার নিয়াজ মোহাম্মদ খান।

 রাজনৈতিক, সামাজিক ও আর্থিক অবস্থান বিবেচনায় অন্যদের চেয়েও এগিয়ে আছেন ডা: শাহাদাত হোসেন। শুধু তাই নয়, দলীয় হাইকমান্ডের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রেও অন্যদের চেয়ে অনেক এগিয়ে  তিনি।

প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া এবং মাঠের কৌশল নির্ধারনের বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠককে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থীরা ঢাকায় অবস্থান করছেন। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাথে যো্গাযোগ রাখছেন।

গত দু’টি সিটি কর্পোরেশন নির্বাচনের মত এবারও চট্টগ্রামে প্রার্থী মনোনয়ন এবং মাঠে নির্বাচনী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে, এখন পর্যন্ত এই সিনিয়র নেতাকে তেমন তৎপর দেখা যাচ্ছে না।

 সিটি নির্বাচনকে সামনে রেখে গত সপ্তাহে দলীয় মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামে মতবিনিময় সভা করে গেছেন। সেই সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী অনুপস্থিত ছিলেন।

রাজনীতির জটিল হিসাব নিকাশ কষতে ব্যস্ত বিএনপির মাথায় এখন আওয়ামী লীগের চমকের প্রার্থী রেজাউল করিমকে ঘিরে। অনেকটা আকস্মিকভাবে একেবারে আলোচনার বাইরে থেকেই ‘নৌকার মাঝি’ বনে যাওয়া রেজাউল করিমের কারণে আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়ছে তার চুল-চেরা বিশ্লেষণ চলছে বিএনপিতে। এর মধ্য দিয়ে কোনঠাসা বিএনপি নিজেদের জন্য তুলনামূলক নিরাপদ জায়গা খুজেঁ নিতে পারলে সেটাই হবে দলটির আপাতত অর্জন। আর তার জন্য আলোচনার বাইর থেকে যদি কোন প্রার্থী নিয়ে আসে তাতে আশ্চর্য হওয়ার কিছু থাকবেনা।