Home Second Lead চলে গেলেন আইনের বাতিঘর ব্যারিস্টার রফিক-উল হক

চলে গেলেন আইনের বাতিঘর ব্যারিস্টার রফিক-উল হক

ব্যারিস্টার রফিক-উল হক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সাবেক অ্যাটর্নি জেনারেল প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  বয়স হয়েছিল ৮৫ বছর।

মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)  শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অসুস্থবোধ করায় গত ১৫ অক্টোবর ৮৫ বছর বয়সী রফিক-উল হককে  হাসপাতালে ভর্তি করা হয়। ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

গত মঙ্গলবার রাত ১২টার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয় বলে হাসপাতালের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন বুধবার রাতে জানান।

ব্যারিস্টার রফিক-উল হকের সেপটিক শকে চলে গিয়েছিলেন। রক্তচাপ ও অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তাকে ইনটিউভেশন করে ভেন্টিলেটর দেওয়া হয়।

২০১৭ সালের জানুয়ারিতে ব্যারিস্টার রফিক-উল হকের বাম পায়ে অস্ত্রোপচার হয়। এরপর থেকে তার স্বাভাবিক হাঁটাচলা ব্যাহত হওয়ায় হুইলচেয়ারে করে চলাফেরা করেন।

১৯৬২ সালে যুক্তরাজ্য থেকে বার অ্যাট ল সম্পন্ন করে ১৯৬৫ সালে কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে এবং ১৯৭৩ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন তিনি।

গত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া যখন কারাগারে তখন তাদের জন্য অকুতোভয়ে আইনি লড়াই করেন।

১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত রফিক-উল হক রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

বাদ জোহর জানাজা

সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হকের জানাজা বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। বিকালে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

সেখান থেকে মরদেহে নেয়া হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। বাদ জোহর সেখানে জানাজার পর মরদেহ নেয়া হবে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে।

সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জানাজার পর বিকালে ব্যারিস্টার রফিককে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে আকাশ জানান।