Home Uncategorized চলে গেলেন ‘কালি ও কলম’ সম্পাদক হাসনাত

চলে গেলেন ‘কালি ও কলম’ সম্পাদক হাসনাত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সংবাদ-এর প্রাক্তন সাহিত্য সম্পাদক, সাহিত্য পত্রিকা ‘কালি ও কলম’ এর সম্পাদক লেখক আবুল হাসনাত মারা গেছেন।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার সকাল ৮টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফুসফুসের ইনফেকশনে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

জানা গেছে, নিউমোনিয়া ও ফুসফুসে সংক্রমণজনিত রোগের কারণে গত ১৫ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন আবুল হাসনাত। সেখানে করোনা পরীক্ষা করলে ফল নেগেটিভ আসে।

সাংবাদিকতা ও সম্পাদনার পাশাপাশি গল্প ও কবিতাও রচনা করেছেন আবুল হাসনাত। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।

কবিতা, উপন্যাস, চিত্র-সমালোচনাসহ সাহিত্যের নানা বিভাগে পদচ্ছাপ রেখেছেন আবুল হাসনাত। তবে তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেছেন একজন বিচক্ষণ ও সংবেদনশীল সাহিত্য সম্পাদক হিসেবে।

চিত্রকলা বিষয়েও আবুল হাসনাতের প্রজ্ঞা সর্বজনবিদিত। এছাড়া তার হাত ধরেই বহু কবি-সাহিত্যিক-শিল্পী পাঠকের কাছাকাছি পৌঁছোতে পেরেছেন।

কালি ও কলম’ সম্পাদক আবুল হাসনাতের  মরদেহ শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১টা থেকে ২টা — বেঙ্গল শিল্পালয়ে, সোয়া ২টা থেকে পৌনে ৩টা — ছায়ানট শিল্প প্রাঙ্গণে রাখা হবে। বাদ আসর ধানমন্ডি ৭ নম্বর রোডের মসজিদে জানাজা শেষে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

আবুল হাসনাত ছিলেন একাধারে কবি, সাংবাদিক, সাহিত্য সম্পাদক। তিনি দীর্ঘ ২৪ বছর ধরে দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী সম্পাদনা করেন।