Home কৃষি চাঁপাইয়ের ফজলি আমকে জিআই পণ্য স্বীকৃতির দাবী

চাঁপাইয়ের ফজলি আমকে জিআই পণ্য স্বীকৃতির দাবী

দু’দিনব্যাপী আম সম্মেলন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ থেকে বদিউজ্জামান রাজাবাবু :চাঁপাইয়ের ফজলি আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবী জানিয়ে শিবগঞ্জে আয়োজিত দু’দিনব্যাপী আম সম্মেলন বুধবার সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের আয়োজনে এবং শিবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই সম্মেলন হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.মিজানুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভারচুয়াল যুক্ত হয়ে বক্তব্যের মধ্য দিয়ে দুই দিন ব্যাপি বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম চত্বরে আয়োজিত আম সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কৃষি মন্ত্রী ডাঃ আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ শামিল উদ্দিন আহম্মেদ শিমুল এমপি, সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, শিবগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ আরিফুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জনাব কাঞ্চন কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলামসহ অনেকে।
আম চাষীদের দাবি:
চাঁপাইনবাবগঞ্জের প্রাকৃতিকভাবে রাজশাহীর চেয়ে ইতিহাস-ঐতিহ্য, উৎস, দৃষ্টিকোণ, উৎপাদনের পরিমান ও নানান দিক দিয়ে চাঁপাইয়ের ফজলি আম এগিয়ে রয়েছে বহুকাল থেকে। ফজলি আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবীদার। তাই এই বিষয়ে গভীর বিশ্লেষণ করে রাজশাহী বাদ দিয়ে চাঁপাইয়ের ফজলি আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবী জানান আম চাষীরা।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী ডাঃ আব্দুর রাজ্জাক বলেছে চাঁপাইয়ের বিভিন্ন জাত আমের ঐতিহ্য ফিরিয়ে এনে উপযুক্ত দাম নির্ধারণ, বিদেশে রপ্তানী, আম সংরক্ষণ উৎপাদন বৃদ্ধি, আম মৌসুমে চাষীদের বাজারজাতে বিভিন্ন ধরনের হয়রানীর ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ মাননীয় হাসিনার সাতে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান মন্ত্রী।
বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম আম সম্মেলনে ৭০টি বেশি স্টল। ফরমালিন ছাড়া কিভাবে আম উৎপাদন ও রক্ষণাবেক্ষণ এসব বিষয়ে পরামর্শ দিচ্ছেন। এছাড়াও দর্শনার্থীদের জন্য ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।