২৫ ডিসেম্বর বুধবার বৃহত্তর চাকতাই খাতুনগঞ্জ, আছদগঞ্জ ও কোরবানীগঞ্জ শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৯ সম্পন্ন হয়। ৫১১ জন ভোটারের মধ্যে ৪২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১৭ জন কর্মকর্তা নির্বচিত করেন। সভাপতি পদে মোহাম্মদ মফিজ উল্লাহ(ছাতা প্রতীক) ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ নাছির মাঝি পান ৬৩ ভোট। সহ-সভাপতি পদে মোহাং কামাল (হাতি) ২৮৫ ভোট, মোহাং শরিফ (হারিকেন) ২৬২ ভোট, মোতাহের হোসেন (সাইকেল) ২৫৯ ভোট ইয়াকুব সর্দ্দার (হরিণ) ২২০ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক পদে রিয়াজ উদ্দিন (ফুটবল প্রতীক) ২৭৩ ভোট, সহ-কোষাধ্যক্ষ পদে কামাল উদ্দিন (মোরগ) ১৮২ ভোট, সহ সাংগঠনিক পদে আবদুল হাই (মই) ২১০ ভোট, প্রচার সম্পাদক পদে মোঃ হারুণ (সিংহ)২০৪ ভোট, সহ প্রচার সম্পাদক পদে আনোয়ার হোসেন (দোয়াত কলম) ২২৯ ভোট, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোহাং আনোয়ার (ঘুড়ি) ২১৯ ভোট, দপ্তর সম্পাদক পদে আবদুর রহিম (আপেল) ভোট, সহ দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ মামুন (তালাছাবি) ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মোঃ শফিউল্লাহ, সহ সাধারণ সম্পাদক পদে মোহাং হাসান, সাংগঠনিক সম্পাদক পদে আবুল হোসেন, কোষাধ্যক্ষ পদে মোঃ অলি উল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে ও সহকারী হিসাবে ব্যবসায়ী নেতা প্রদীপ ভট্টার্চায্য ও খোরশেদ আলম দায়িত্ব পালন করেন। চাকতাইস্থ সংগঠন কার্যালয়ে স্থাপিত ভোট কেন্দ্রে নির্বাচন চলাকালিন সময়ে চট্টগ্রাম চেম্বার পরিচালক ছৈয়দ ছগীর আহমদ, মেট্রোপলিটন চেম্বার পরিচালক এনামুল হক, স্থানীয় কাউন্সিলর নুরুল হক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন, চাকতাই আড়তদার কল্যাণ সমিতির সভাপতি আহসান খালেদ, খাতুনগঞ্জ আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন, চাকতাই শিল্প ও ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক ফয়েজুল্লাহ চৌধুরী বাহাদুর, চট ও খালি বস্তা ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আব্বাস প্রমূখ ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।
Home অন্যান্য চাকতাই খাতুনগঞ্জ, আছদগঞ্জ ও কোরবানীগঞ্জ শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৯ সম্পন্ন।