জামালপুর থেকে সংবাদদাতা: এখানে নয়া জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শ্রাবন্তী রায়। বৃহস্পতিবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব কে.এম আল আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শ্রাবন্তী রায় (১৫৭৬৬) সহ একই পদমর্যাদার ৪ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়। এরমধ্যে কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শ্রাবন্তী রায়কে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দেওয়া হয়। জামালপুর জেলার ইতিহাসে তিনি দ্বিতীয় নারী ডিসি।
এই জেলার ডিসি ছিলেন মুর্শেদা জামান। জেলা গঠিত হবার পর ৪৩ বছরের মধ্যে তিনিই জামালপুরে প্রথম নারী ডিসি হিসেবে যোগদান করেন। জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়ায় মুর্শেদা জামানকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি ২০২১ সালের ৭ মার্চ কর্মস্থলে যোগ দিয়েছিলেন।
শ্রাবন্তী রায়ের নিজের বাড়ি রাঙ্গামাটি জেলায়। তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে প্রথম নারী ডিসি । তিনি চাকমা সম্প্রদায়ের। তার জন্মস্থান রাঙ্গামাটিতে। এর আগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে একাধিক পুরুষ কর্মকর্তা ডিসি হিসেবে নিয়োগ পেলেও নারী হিসেবে তিনিই প্রথম।