বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: নগরীর অন্যতম অভিজাত আবাসিক এলাকা-চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লক এখন সিসিটিভির আওতায়।
এলাকাবাসীর নিরাপত্তায় অত্যাধুনিক ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনে এগিয়ে এসেছেন চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি হাসান মাহমুদ চৌধুরী। গোটা এলাকায় স্থাপন করা হয়েছে ৬৫টি ক্যামেরা। এতে সমগ্র এলাকা সিসিটিভি নেটওয়ার্কের আওতায় চলে এসেছে। সবকিছুর ওপর অনায়াসে নজরদারি চলবে তা থেকে। একেবারে ক্ষুদ্রতম কিছুর গতিবিধিও এখন নজরদারিতে। কেবল তা নয়, এলাকায় কোন অপরাধ সংঘটিত হলে অপরাধীকে সহজে শনাক্ত করতে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ সহজ করে তুলবে এসব ক্যামেরা।
আবাসিক এলাকার জনসাধারণ কল্যাণ সমিতির সভাপতি হাসান মাহমুদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করেছেন নিজস্ব তহবিল থেকে অর্থায়নে। এতে দেশের অনন্য আবাসিক এলাকায় পরিণত হয়েছে চান্দগাঁও। দেশে এটাই একমাত্র আবাসিক এলাকা যেখানে কল্যাণ সমিতির নিজস্ব উদ্যোগে উন্নয়ন হয়েছে। আর এখানে নতুন সংযোজন হলো অত্যাধুনিক সিসিটিভি নেটওয়ার্ক।