Home First Lead চালের বাজারে উত্তাপ কমাতে ৪ লাখ ৮৭ হাজার টন আমদানির অনুমতি

চালের বাজারে উত্তাপ কমাতে ৪ লাখ ৮৭ হাজার টন আমদানির অনুমতি

ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে বেসরকারি খাতে এ পর্যন্ত ৪ লাখ ৮৭ হাজার টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার ৭২টি প্রতিষ্ঠানকে আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানকে এক লাখ ৪১ হাজার টন চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে ।  

এরআগে, রবিবার ৬৪টি প্রতিষ্ঠানকে আমদানি দেয়া হয়। ১ লাখ ৭১ হাজার ৫০০ টন চাল আমদানি করতে পারবে প্রতিষ্ঠানগুলো।

৬ জানুয়ারি ৪৯টি প্রতিষ্ঠানকে এক লাখ ৭৪ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়। সর্বমোট ৪ লাখ ৮৭ হাজার টন চাল আমদানির অনুমতি দেওয়া হল বেসরকারি খাতে।

দেশে পর্যাপ্ত মজুদ থাকার পরও চালের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় বাজার নিয়ন্ত্রণে রাখতে গত মাসে বেসরকারি খাতে আমদানির সুযোগ উন্মুক্ত করা হয়।

সরকারি গুদামগুলোতে ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৭ দশমিক ২০ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে। এর মধ্যে চাল ৫ দশমিক ৩১ লাখ টন এবং গম ১ দশমিক ৮৯ লাখ টন। চালের মজুদের এই পরিমাণ গত বছরের তুলনায় প্রায় অর্ধেক।

আড়তদার ও মিলাররা মিলে ‘কারসাজি করেই’ চালের দাম বাড়াচ্ছেন বলে গত মাসে এক অনুষ্ঠানে অভিযোগ করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।