বিজনেসটুডে২৪ প্রতিনিধি সিলেট: গরমে পুড়ছে চা বাগান। বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাতে ক্ষতির মুখে পড়েছে চা শিল্প।
চা চাষের জন্য অনুকূল তাপমাত্রা হচ্ছে ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সেখানে আরও ওপরে ওঠানামা করছে। এই তীব্র দাবদাহে ঝলসে যাচ্ছে চা গাছের কাচি পাতা। সবুজ পাতা কালচে লাল হয়ে যাচ্ছে।
এপ্রিল মাস পড়তেই তাপমাত্রা বাড়ায় চা বাগানে বেড়েছে পোকার আক্রমণ। গ্রিন ফ্লাই, লাল মাকড়সা, লুপার মতো পোকা খেয়ে ফেলছে চা গাছের পাতা। এমনকী পোকার উৎপাতে সেকেন্ড ফ্ল্যাশের কুঁড়িও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হয় সাধারণত চা-চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময়। এই সময়েই মূলত সেকেন্ড ফ্লাশ চা-পাতা উৎপাদন হয়। এই সময়ের উৎপাদিত চা-পাতা সবচেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ পান। তবে এবারের গ্রীষ্ম কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে চা শিল্পকে।
জানা গেছে, কৃত্রিমভাবে সেচ ও কীটনাশক ব্যবহার করেও কোনও লাভ হচ্ছে না। বড় বাধা তৈরি করেছে আবহাওয়ার খামখেয়ালিপনা। উৎপাদন তো দূরের কথা। চা-গাছ বাঁচানোই এখন যেন নতুন চ্যালেঞ্জ।