বিজনেসটুডে২৪ প্রতিনিধি
যশোর: শুক্রবার রাতে র্যাব-এর অভিযানে জব্দ করা হয়েছে ওজন বৃদ্ধির জন্য অস্বাস্থ্যকর জেলি পুশ করা ৩ ট্রাক চিংড়ি। জেলি পুশের সাথে জড়িত ৮ মাছ ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা চিংড়ি ধ্বংস করা হয়েছে।
যশোর র্যাব ৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানিয়েছেন, শুক্রবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ৩টি ট্রাকে করে খুলনা থেকে ইনজেকশনের মাধ্যমে পুশ করা চিংড়ি ঢাকার উদ্দেশ্যে নেয়া হচ্ছে। এ সময়ে র্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার এইচ এম শফিকুর রহমান এবং যশোর জেলা মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপ্টন সরদারকে সাথে নিয়ে রাত ৯ার দিকে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর স্কুলের সামনে থেকে তিন ট্রাকভর্তি চিংড়ি জব্দ করা হয়।
তিনি বলেন, চিংড়িতে অস্বাস্থ্যকর ইনজেকশনের মাধ্যমে পুশ করা জেলি পাওয়ায় মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাণ নিয়ন্ত্রণ) বিধিমালা ১৯৯৭ (সংশোধিত বিধিমালা ২০০৮) এর বিধি ৪(৪) লংঘন করায় আসামিদের ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত চিংড়ি ধ্বংস করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার সাহাপুর গ্রামের চিংড়ির মালিক সহিতোষ (১ লাখ টাকা), যশোর জেলার মণিরামপুর উপজেলার কপালিয়া গ্রামের হুসাইন (৩০ হাজার টাকা), সাতক্ষীরার কালিগঞ্জের মুনসুর আলী (২০ হাজার টাকা), এশার আলী (২০ হাজার টাকা), রানা (২০ হাজার টাকা), আমিরুল ইসলাম (২০ হাজার টাকা), আব্দুর রহমান (২০ হাজার টাকা) এবং শ্যামনগরের বিকাশ আলী (২০ হাজার টাকা)। জব্দকৃত চিংড়ির মুল্য আনুমানিক ১৫ লাখ টাকা।