Home Second Lead ক্ষতিকর মাইক্রোব্যাক্টেরিয়া: ভারতীয় চিংড়ি নিষিদ্ধ কাতারে

ক্ষতিকর মাইক্রোব্যাক্টেরিয়া: ভারতীয় চিংড়ি নিষিদ্ধ কাতারে

বিজনেসটুডে২৪ ডেস্ক

বিশ্বকাপের প্রাক্কালে ভারত থেকে সামুদ্রিক খাদ্য আমদানি বন্ধ করল কাতার। যদিও আশা করা হয়েছিল এই সময় মাছের আমদানি পরিমাণ আরও বাড়বে। তবে চালানে ক্ষতিকারক মাইক্রোব্যাক্টেরিয়া থাকায় সাময়িক ভাবে আমদানি নিষিদ্ধ করল মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতার।

২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ। একদিকে যেমন উৎসাহ, উদ্দীপনা তুঙ্গে রয়েছে অন্যদিকে নানান জিনিসে রয়েছে নিষেধাজ্ঞা। তার সঙ্গে চলছে খাদ্য সামগ্রীর পরীক্ষা। সেই সময় দেখা যায়, ভারত থেকে আসা কিছু চালানের চিংড়ির গুণগত মান ঠিক নেই। তবে জানা গেছে যেই চালান নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেগুলি অক্টোবর নাগাদ ভারত থেকে কাতারে গিয়ে পৌঁছেছিল। ভারতের চিংড়ির গুনগত মান নিয়ে সমস্যার বিষয়টি ইতিমধ্যেই দেশটির স্বাস্থ্য সংক্রান্ত ঊর্ধ্বতন কর্তাদের জানিয়েছে মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথোরিটি’।

ইতিমধ্যেই ফিফার পক্ষ থেকে বিশ্বকাপের স্টেডিয়াম চত্বরে বিয়ার বিক্রি নিষিদ্ধ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে, শুধু তাই নয় মুসলিম দেশ হওয়াই দেশে আগত মহিকাপের স্টেডিয়াম চত্বরে বিয়ার বিক্রি নিষিদ্ধ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে, শুধু তাই নয় মুসলিম দেশ হওয়ায় দেশে আগত মলা সমর্থকদের ইতিমধ্যেই কাঁধ ও হাঁটু ঢাকা জামা পড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

উল্লেখ্য, ইতিহাসের আঙিনায় দাঁড়িয়ে রয়েছে কাতার বিশ্বকাপ। কাতার বিশ্বকাপ নিয়ে ফুটবল সমর্থকদের আগ্রহ যত বাড়ছে, তেমনই যারা মধ্য প্রাচ্যের এই দেশে যাচ্ছেন, তাদের জন্য নিয়মের বেড়াজাল ক্রমশই শক্ত হচ্ছে। মদ, শুকনো নেশা, যৌনতার ওপর আগেই তালা লাগিয়ে দিয়েছিল কাতার। এবার সামুদ্রিক মাছের আমদানি সাময়িক সময়ের জন্য নিষেধ করেছে দেশটি।