Home চেম্বার চিটাগাং চেম্বারের সাথে ইউকে প্রতিনিধিদলের মতবিনিময়: চট্টগ্রামকে পোর্টসমাউথের সিস্টার সিটি ঘোষণা

চিটাগাং চেম্বারের সাথে ইউকে প্রতিনিধিদলের মতবিনিময়: চট্টগ্রামকে পোর্টসমাউথের সিস্টার সিটি ঘোষণা

১৮ সদস্যবিশিষ্ট বাংলাদেশ সফররত ইউকে ট্রেড, ইনভেস্টমেন্ট এন্ড এডুকেশন মিশন প্রতিনিধিদলের সাথে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকমন্ডলীর এক মতবিনিময় সভা ১৯ নভেম্বর সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রতিনিধি দলনেতা রাজা আলী, চেম্বার পরিচালক এস. এম. আবু তৈয়ব, প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলাপমেন্ট অথরিটি (বিডা)’র পরিচালক মোহাম্মদ ইয়াছিন, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর সিকান্দর খান, জাপানের অনারারী কনস্যুল জেনারেল মোঃ নুরুল ইসলাম, উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা, চিটাগাং ক্লাব লিঃ’র প্রাক্তন চেয়ারম্যান মিয়া আবদুর রহিম, জেএফ (বাংলাদেশ)’র সিইও এ.কিউ.আই চৌধুরী, ওবিই, শান শাইন কলেজ’র প্রিন্সিপাল গাজী সাফিয়া রহমান ও লিটল জুয়েলস স্কুল প্রিন্সিপাল দিলরুবা আহমেদ। অন্যান্যদের মধ্যে এ সময় চেম্বার পরিচালকবৃন্দ সৈয়দ জামাল আহমেদ, এ. কে. এম. আক্তার হোসেন, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, বেনাজির চৌধুরী নিশান, সাকিফ আহমেদ সালাম, শাহজাদা মোঃ ফৌজুল আলেফ খান, দক্ষিণ আফ্রিকার অনারারী কনসাল মোঃ সোলায়মান আলম শেঠ, উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি ডাঃ মুনাল মাহবুব ও পরিচালক লুৎমিলা ফরিদ, প্রান্তিক গ্রুপের এমডি ইঞ্জি. গোলাম সরওয়ার, বিএসআরএম’র লীড সিএসআর রুহী মুর্শিদ আহমেদ ও সাহাবুদ্দিন রাজ, উইলিয়াম কেরী একাডেমী’র ডাইরেক্টর পল বেটি প্রমূখ উপস্থিত ছিলেন। তথ্যচিত্র উপস্থাপন করেন পোর্টসমাউথ সিটি কাউন্সিলের ইকনোমিক গ্রোথ ম্যানেজার মার্ক পেমব্লেটন ও সলেন্ট লোকাল এন্টারপ্রাইজ পার্টনারশীপ (এলইপি)’র জেমস ফোর্ড উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে গভীর ও চমৎকার ব্যবসায়িক সম্পর্কের প্রসংগ উল্লেখ করে বলেন-দু’দেশের সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ অধিকতর বৃদ্ধি করা সম্ভব। তিনি চট্টগ্রাম ও পোর্টসমাউথ’র মধ্যে শত বছরের ব্যবসায়িক ইতিহাস ও ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করে দু’সিটির মধ্যে আগামী দিনগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। চেম্বার সভাপতি যুক্তরাজ্যের শিক্ষা, জাহাজ তৈরি, প্লাষ্টিক, শিপিং, ক্যাটারিং, কনসালটেন্সি, মেরিটাইম, ট্যুরিজম, আইটি, ফার্নিচার, প্যাকেজিং, কৃষি, ফিশারিজ খাতের উন্নত ও সমৃদ্ধতার প্রশংসা করে বাংলাদেশের এসব খাতে ব্রিটিশ কারিগরি ও বিনিয়োগ প্রত্যাশা করেন। মাহবুবুল আলম চিটাগাং চেম্বার কর্তৃক প্রস্তাবিত বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স গঠনে প্রতিনিধিদলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধিদল নেতা রাজা আলী বলেন-বিশ্বে বাংলাদেশ আজ দ্রুত বর্ধনশীল টাইগার অর্থনীতি হিসাবে পরিচিতি পাচ্ছে। তিনি এদেশের বর্তমান অগ্রগতি ও প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করে ব্যবসা ও বিনিয়োগে যুক্তরাজ্যের উদ্যোক্তাদের আগ্রহের কথা জানান। প্রতিনিধিদল নেতা অবস্থানগত সাদৃশ্যের কারণে বন্দরনগরী চট্টগ্রামকে পোর্টসমাউথের ‘সিস্টার সিটি’ ঘোষণা করেন। তিনি দ্বিপাক্ষিক অধিকতর সম্পর্কোন্নয়নে চিটাগাং চেম্বারের সাথে একটি সমঝোতা স্মারক চুক্তি সম্পাদন করার কথা জানান। ধন্যবাদ জ্ঞাপনসূচক বক্তব্য রাখেন মিশন কো-অর্ডিনেটর মাহবুব নুর (ম্যাবস)। আলোচনা শেষে প্রতিনিধি দল বিটুবি মিটিং এ অংশগ্রহণ করেন এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পারমানেন্ট এক্সিবিশন হল পরিদর্শন করেন।