Home Second Lead চুরি ঠেকাতে রাতজেগে ধানক্ষেত পাহারা

চুরি ঠেকাতে রাতজেগে ধানক্ষেত পাহারা

ছবি সংগৃহীত

সোহেল সানী, পার্বতীপুর ( দিনাজপুর ): পার্বতীপুরে আমন ধান কাটা-মাড়াইয়ের মৌসুম। আমনের ভরা মৌসুমে গ্রামঞ্চলে জমি থেকে পাঁকা ও আধাপাঁকা ধান চুরি হয়ে যাওয়ায় কৃষকরা রাত জেগে ধানক্ষেত পাহারা দিচ্ছেন। ফসল রক্ষায় জমিতে ‘ধুরা’ বানিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা। এরপরও ধান চুরি হচ্ছে।

কৃষকরা জানান, ইরি মৌসুমে কৃষক আবাদি ফসল জমি থেকে কেটে সরাসরি বাড়ি নিয়ে যায়। তবে শুকানোর জন্য আমন ধানকেটে ৪ থেকে ৫ দিন জমিতেই রেখে দেয়। পরে বাড়িতে নিয়ে যায়। এ সুযোগে কৃষকদের জমিতে কেটে রাখা ধান ও আধাপাকা ধান কেটে চোরেরা চুরি করে নিয়ে যাচ্ছে।

পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মাছুয়াপাড়া, রামপুর ইউনিয়নের হুগলীপাড়া, চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ি ডাঙ্গাপাড়া, দক্ষিণ শালন্দার, হাবড়া ইউনিয়নের ভবানীপুর, মনমথপুর ইউনিয়নের তাজনগর ডাঙ্গাপাড়াসহ গ্রামগুলোতে সরেজমিনে দেখা যায়, চোরের হাত থেকে আমন ধান চুরি ঠেকাতে ধান ক্ষেতে পাহারার ব্যবস্থা করেছে কৃষকারা। জমির মাঝখানে রাতে থাকার জন্য পলিথিন কিংবা খড় দিয়ে তৈরী করা হয়েছে অস্থায়ী থাকার ঘর। স্থানীয় ভাষায় এটিকে বলা হয় ‘ধুরা’। সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গে কৃষকরা ধানক্ষেতে পাহারা দেয়ার প্রস্তুতি নিয়ে ছুটেছে মাঠের দিকে। হাতে তাদের টর্চ, লাঠি-বল্লম ও শীত বস্ত্র। রাত যতই গভীর হতে থাকে মাঠে মাঠে ধানক্ষেতে পাহারারত মানৃুষের হাঁকডাক আর টর্চে বিক্ষিপ্ত আলোর বিচ্ছুরণ পরিলক্ষিত হয়।

উপজেলার ইউনিয়নগুলোর বিভিন্ন গ্রামে মাঠ থেকে বেশ কিছু কৃষকের আমন ধান চুরির খবর পাওয়া গেছে। আর কৃষকরা তাদের অনেক কষ্টের ফসল উৎপাদিত ধান হারিয়ে অনেকের মাথায় হাত পড়েছে।