বিজনেসটুডে২৪ ডেস্ক:
চুয়াডাঙ্গার জীবননগরে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় উপজেলার উথলী রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রোমেলা খাতুন (৭০), শ্রবণ প্রতিবন্ধী। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় সলুয়া গ্রামের ছবদুল হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সেনেরহুদা গ্রামের ভাইপো জখম আলীর মৃত্যুর সংবাদ শুনে সেখানে আসেন রোমেলা খাতুন। শনিবার সকালে বাড়ির পার্শবর্তী রেললাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় রোমেলা খাতুনের দেহ থেকে মাথা বিছিন্ন হয়ে যায়।
দর্শনা জিআরপি পুলিশের উপসহকারী পরিদর্শক জিয়া জানান, জিআরপি পুলিশের উপ-পরিদর্শক মোশারফ হোসেনের নেতৃত্বে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।