বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সব পরীক্ষা ২৪ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। শিক্ষামন্ত্রী দীপু মনির ঘোষণার দুদিন দিন পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ফারুক উজ জামান চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ তারিখের সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ২৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা সমূহ বন্ধ থাকবে।
২২ ফেব্রুয়ারি হল না খোলার শর্তে চুয়েটে ১৫-১৬ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা ঘোষণা করা হয়েছিল। দেশজুড়ে শিক্ষার্থীদের হলে ঢুকার দাবির মুখে, সরকার পরীক্ষা পুনরায় স্থগিত ঘোষণা করে।