দিল্লিা:ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে গোটা চেন্নাই শহর। দৃশ্যমানতা এতই কম যে সাতসকালে ঘুরিয়ে দেওয়া হয়েছে ৬টি বিমান। তামিলনাড়ুর চেন্নাই বিমানবন্দরের বদলে এই ৬টি বিমান ল্যান্ড করবে অন্য বিমানবন্দরে। এর মধ্যে ৬টি বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে হায়দরাবাদে। আর বাকি ২টি বিমান তিরুচিরাপল্লিতে। এছাড়াও খারাপ আবহাওয়ার কারণে দেরিতে উড়বে ১০টি বিমান।
চেন্নাইয়ে আপাতত স্থায়ী ভাবে অবস্থান করছে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু। আবহাওয়া বেশ মনোরম। কিন্তু গত দু’দিন ধরে ঘন কুয়াশার চাদরে মুড়েছে গোটা চেন্নাই। মৌসম ভবন জানিয়েছে ৪ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া একই থাকবে। তারপর থেকে খানিক বদল আসবে আবহাওয়ায়। শুক্রবারও চেন্নাই বিমানবন্দর থেকে দেরিতে উড়েছিল বেশ কিছু বিমান। খারাপ আবহাওয়া এবং কম দৃশ্যমানতার কারণে ঘুরিয়ে দেওয়া হয়েছিল বেশ কিছু প্লেন। শনিবারও অবস্থা একই। সকাল থেকেই ভিড় জমেছে বিমানবন্দর চত্বরে। উড়ানে সমস্যা হওয়ায় টুইট করে যাত্রীদের কাছে ইতিমধ্যেই ক্ষমা চেয়েছে বিভিন্ন বিমানসংস্থা।
মৌসম ভবন জানিয়েছে চেন্নাইয়ে এখন ভরা বর্ষার মরশুম। আগামী ৮ তারিখের আগে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে রবিবার ৫ তারিখ থেকে কুয়াশার পরিমাণ কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। পাশাপাশি মৌসম ভবন এও জানিয়েছে যে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু বিদায় নেওয়ার আগে শহরাঞ্চলের আবহাওয়ায় খানিক পরিবর্তন এলেও উপকূলীয় এলাকায় ছবিটা একই থাকবে। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকার কারণে ঘন কুয়াশা বজায় থাকবে। ফলে কম থাকবে দৃশ্যমানতাও। তবে সকালের দিকে ঘন কুয়াশা থাকলেও বেলা বারলে কুয়াশার পরিমাণ কম হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।