Home First Lead রেলক্রসিংয়ের গেট খোলা থাকায় ঝরে গেল ২ প্রাণ

রেলক্রসিংয়ের গেট খোলা থাকায় ঝরে গেল ২ প্রাণ

খোলা রেলগেট। পাশে ছিটকে পড়া ট্রাক। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

যশোর: চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেলক্রসিংয়ে গেট আছে। আর তা খোলাবাঁধার জন্য গেটম্যানও আছেন। কিন্তু বন্ধ করা হয়নি।  ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে গেট খোলা পেয়ে একটি ট্রাক সেখানে উঠে পড়ে। ট্রেনের ধাক্কায় সেটা দুমড়ে-মুচড়ে লাইনের পাশে ছিটকে পড়ে। এতে ট্রাক চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

রবিবার ভোর সাড়ে ৫ টায় ঘটেছে দুর্ঘটনাটি। ধারনা করা হচ্ছে রেলগেটে নিয়োজিত রেলকর্মী ঘুমিয়ে থাকায় গেট খোলা ছিল। খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহত ট্রাক চালকের নাম পারভেজ। বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে। হেলপার নাজমুলের বাড়ি মহেশপুরের আজমপুর গ্রামে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশের জিম্মায় রয়েছে। ট্রাকটি মহেশপুর থেকে মাল নিয়ে যশোর আসছিল।