Home Second Lead সংসদ নির্বাচন করতে বাঁশখালী উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

সংসদ নির্বাচন করতে বাঁশখালী উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী পদত্যাগ করেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) পদে প্রার্থী হতে রবিবার পদত্যাগ করেছেন তিনি। ইতিমধ্যে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ।

চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী বাঁশখালীর সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মরহুম সুলতান উল কবির চৌধুরীর ছেলে।  ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হন।

জানা গেছে, চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী স্থানীয় সরকার সচিব বরাবরে পদত্যাগ পত্রটি পেশ করেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা এলে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী।

চৌধুরী মোহাম্মদ গালিব বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছেন। যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। তাই নির্বাচন কমিশনারের আইন অনুযায়ী বর্তমান চেয়ারম্যান পদটির পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, চৌধুরী মোহাম্মদ গালিব চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।