Home সারাদেশ নাইক্ষ্যংছড়ি থানায় মামলা ২ জঙ্গির বিরুদ্ধে

নাইক্ষ্যংছড়ি থানায় মামলা ২ জঙ্গির বিরুদ্ধে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

বান্দরবান: উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের বালুখালী টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নব্য জঙ্গি সংগঠন জামাআতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক প্রধানসহ আটক দুইজনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা হয়েছে। র‌্যাব সদস্য গোলাম মেহেদী বাদী হয়ে ৬ আসামির নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান। দুপুরে আসামিদের বান্দরবান আদালতে পাঠানো হয়।

আসামী ও অভিযুক্ত ব্যক্তিরা হলো, সিলেট কোতোয়ালী মোহাম্মদপুর এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে মাসকুর রহমান প্রকাশ রনবির (৪৪), মাদারীপুর জেলার রাজৈর পূর্ব সরমঙ্গল এলাকার মৃত আব্দুর রউফ মৃধার ছেলে মো. আবুল বাসার মৃধা প্রকাশ আলম (৪৪), অজ্ঞাত ঠিকানার মোশারফ হোসেন প্রকাশ রাকিব (৩২), মো. মাহফুজুর রহমান বিজয় (৩০), ছোট রক্সি প্রকাশ বাটা রক্সি (৩৫), সাকিব (৪০)। এছাড়াও আরো ৪/৫জনকে আসামি করা হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, সোমবার (২৩ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের পাহাড়পাড়া ইয়াহিয়া গার্ডেন এলাকায় একাশিয়া বাগানে অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। তখন র‌্যাব সদস্যরা নিজের নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে পাল্টা ৯ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ নগদ টাকা উদ্ধার করা হয়।