- ৪ জন হাউজ টিউটর ও ৭ জন সহকারী হাউজ টিউটর নিয়োগ
- ১৬ তলা ভবনে ১৫৬ কক্ষে ৬২৪ জন ছাত্রীর আবাসন সুযোগ
মো: তৌফিকুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে : বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল চালুর প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে চালু হতে পারে বলে আভাস পাওয়া গেছে। সে লক্ষ্যে নতুন ৪ জন হাউজ টিউটর ও ৭ জন সহকারী হাউজ টিউটর নিয়োগ দেয়া হয়েছে।
বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল প্রথম মেয়েদের আবাসিক হল। ১৬তলা বিশিষ্ট হলটিতে ১৫৬টি কক্ষের প্রতিটিতে চারজন করে মোট ৬২৪ জন ছাত্রীর আবাসন সুযোগ রয়েছে। এর জন্য আগ্রহীদের কাছে থেকে গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। পরে ৬ সেপ্টেম্বর সিন্ডিকেট সভায় হলের নীতিমালা পাস হয়। হলটি তৈরিতে সময় লেগেছে প্রায় ১০ বছর।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, ২২ ফেব্রুয়ারি যদি ক্যাম্পাস চালু হয় তাহলে এর পরপরই বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের কার্যক্রমও শুরু হয়ে যাবে। সেভাবে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। বৃহস্পতিবার হাউজ টিউটর ও সহকারি হাউজ টিউটর নিয়োগ দেয়া হয়েছে।
নতুন হাউজ টিউটর হিসেবে নিযুক্ত শিক্ষকরা হলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. শরাবান তোহরা, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিপা দেবনাথ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসলিমা আক্তার এবং প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুন নাহার।
সহকারী হাউজ টিউটর হিসেবে নিযুক্ত শিক্ষকরা হলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক দীপিকা মজুমদার, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মানসুরা বেগম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান পান্না, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সায়েমা খানম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোশরাত জাহান এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক সামিনা বেগম।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হাউজ টিউটর ও সহকারী হাউজ টিউটর নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।