সাবেক ছাত্রদল কর্মী আরিফ গ্রেপ্তার
বিজনেসটুডে২৪ সংবাদদাতা
মৌলভীবাজার: বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের গাড়িতে হামলার প্রতিবাদ জানিয়েছেন নেতাকর্মীরা। তবে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় প্রশাসনের আশ্বাসে সেই কার্যক্রম স্থগিত করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুক আহমদের কাছে মৌখিক ভাবে অ’ভিযোগ করেন তারা। সোমবার (১৪ জুন) বিকাল সাড়ে ৫ টায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেছিলেন নেতাকর্মীরা। এ সময় সিলেট বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা থেকে নেতাকর্মীরা আসেন। এ ঘটনার মূল আসামি সাবেক ছাত্রদল কর্মী আরিফকে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ।
গত ১৩ জুন রাত সাড়ে ৮ টার দিকে জুড়ী থেকে ঢাকা যাওয়ার পথে জুড়ী বিজিবি ক্যাম্প চত্বরে তার গাড়ীরোধ করে হামলার করা হয়। এরপর থেকে জুড়ীতে নেতাকর্মীদের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনায় জড়িত থাকার কারণে উপজেলা যুবলীগের সহ সভাপতি, বন,পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন আহমদের খালাতো ভাই আহমদ কা’মাল অহিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন মৌলভীবাজার জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিক ও সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমন।
বিক্ষোভে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম (ছফু),মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো আসাদুজ্জামান (রনি), হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান (মাহি), সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দাস,সাধারণ সম্পাদক আশিকুর রহমান (রিপন),শাহজালাল বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো রুহুল আমিন,জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দাস,সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ,সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান (নোমান), সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাকুর আহমদ (জনি),শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মনজুরুল হক,বড়লেখা পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপন,মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ূন রশীদ রাজি, শেখ সামাদ আহমদ,সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ,সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল,পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক ইমন আহমদ,কমলগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদ,জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন সামসু, সাইদুর রহমান প্রমুখ।
এদিকে, বাংলাদেশ ছাত্রলীগ জুড়ী উপজেলা শাখার সকল রকম সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। সোমবার(১৪জুন) জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী (আমীন) ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় জুড়ী উপজেলা শাখার সকল রকম সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।