Home চট্টগ্রাম জাতীয় শোক দিবস পালন করেছে চা বোর্ড

জাতীয় শোক দিবস পালন করেছে চা বোর্ড

চট্টগ্রাম: বাংলাদেশ চা বোর্ড বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে চা বোর্ড প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, জাতির পিতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

পরবর্তীতে জাতির পিতার জীবন ও কর্মের উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ রুহুল আমিন, উপপরিচালক (পরিকল্পনা) মুনির আহমদসহ বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর কর্ম ও জীবনীর উপর নির্মিত ডকুমেন্টরি প্রদর্শন করা হয় এবং জাতির পিতা ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বাদ যোহর চা বোর্ড মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।