বিজনেসটুডে২৪ ডেস্ক
জার্মানিতে নিয়ন্ত্রণে করোনাভাইরাস। সোমবার দেশটির কিছু দোকানপাট খুলে দেয়া হচ্ছে। আগামী সপ্তাহে স্কুলসমূহ খুলে দেয়া হবে আংশিকভাবে।
মার্চে শুরু হওয়া কঠোর নিয়ন্ত্রণ শিথিল করার অংশ হিসেবে এসব দোকান খুলে দেয়ার অনুমোদন দেয়া হয়েছে। গত সপ্তাহে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও রাজ্য প্রধানরা এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন।
অবশ্য, দু’জনের বেশি লোকের একত্র হওয়া এবং একজন থেকে আরেকজনের ১.৫ মিটার দূরত্বে থাকার নিয়ম বলবৎ থাকবে বলে জানান লাশেট।
করোনা ভাইরাস মোকাবেলায় প্রশংসিত মার্কেল এখন ভঙ্গুর জার্মান অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার আশায় পদক্ষেপ নিচ্ছেন।
করোনা তীব্রভাবে আঘাত হানলেও খুব দ্রুতই ঘুরে দাঁড়াতে পেরেছে। জার্মানিতে রবিবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩৯,৮৯৭ জন এবং মারা গেছে ৪,২৯৪ জন।
শুক্রবার জনস্বাস্থ্য বিষয়ক রবার্ট কোচ ইনস্টিটিউট ঘোষণা করেছে, প্রথমবারের মতো সংক্রমণের হার এক এর নীচে নেমে এসেছে। এ কারণে স্বাস্থ্যমন্ত্রী জেনস্ স্পেন ভাইরাস নিয়ন্ত্রণে থাকার দাবি করেছেন।
ভাইরাস নিয়ন্ত্রণে এলেও স্বাভাবিক জীবনে ফিরতে আরো অনেক সময় লাগবে বলে সতর্ক করেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির আরমিন লাশেট। তিনি নর্থ রাইন ওয়েস্টফালিয়ার রাজ্য প্রধান।