বিজনেসটুডে২৪ ডেস্ক
চট্টগ্রাম: দুর্নীতি দমন কমিশনের করা মামলায় চট্টগ্রামের আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে বহিষ্কৃত যুবলীগ নেতা ঠিকাদার জি কে শামীমকে।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুদকের আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার দেখিয়েছেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন।
সকালে তাকে পুলিশের কড়া পাহারায় নেয়া হয় আদালতে। কয়েক মিনিটের শুনানি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণের দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
শুনানি শেষে চট্টগ্রাম জেলা জজ আদালতের পি পি অ্যাডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তার জামিন হবে না, কারণ এটি বিশাল অর্থ আত্মসাতের ঘটনা। আমরা সব কাগজপত্র আদালতে তুলে ধরেছি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং কলা ভবনের নির্মাণ কাজে অনিয়ম ও মিথ্যা তথ্য দিয়ে কাজ ভাগিয়ে নেয় জি কে শামীমের প্রতিষ্ঠান। পরে অনিয়মের অভিযোগে জি কে শামীম এবং তার সহযোগী ফজলুল করিমের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক ফখরুল ইসলাম বাদি হয়ে গত বছরের ২২ নভেম্বর এই মামলা দায়ের করেন।
দুদক পি পি অ্যাডভোকেট মাহমুদুল হক বলেন, প্রায় ৭১ কোটি এক লাখ ২৯৫ টাকার টেন্ডার জাল জালিয়াতির মাধ্যেমে কাগজ তৈরি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবির) ভবন নির্মাণের কাজটি ভাগিয়ে নেন জিকে শামীম। তদন্তে বেরিয়ে আসবে সবকিছু।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই টেন্ডারের ঘটনার জের ধরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীকে কৌশলে হত্যা করা হয়েছিলো বলো অভিযোগ রয়েছে। এ মামলাও বর্তমানে পিবিআইয়ের তদন্তাধীন রয়েছে।
এর আগে সোমবার জি কে শামীমকে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে আসা হয়।