Home আইন-আদালত জীবননগরে ভ্রাম্যমাণ আদালত

জীবননগরে ভ্রাম্যমাণ আদালত

মুতাছিন বিল্লাহ, জীবননগর ( চুয়াডাঙ্গা) : জীবননগর উপজেলায় বুধবার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
বিকেলে উপজেলার শাখারিয়া পিচমোড় ও জীবননগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম।
মোবাইল কোর্টের সূত্রে জানা যায়,শাখারীয়া (পিচ মোড়) ও জীবননগর  বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে করাত কল  লাইসেন্স আইন ২০১২ এর ১২ ধারার অপরাধে মোঃ শফিকুল ইসলামকে ১হাজার টাকা ও মোঃ আনারুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করেন এবং জীবননগর বাজারে দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারার অপরাধে স্বাস্থ্য বিধি না মানায় ৪ জনকে  ৩৫০/- তিনশত পঞ্চাস টাকা। মোট মামলা৬(ছয়) টি সর্বমোট জরিমানা ২,৩৫০/= দুই হাজার তিনশত পঞ্চাস টাকা অথদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুল ইসলাম।
এছাড়াও জীবননগর বাজারে দোকানে ডিলিং লাইসেন্স ও ট্রেড লাইসেন্স করার জন্য দোকান মালিকগণকে নির্দেশ প্রদান করেন এবং  মাক্স বিতারণ করা হয়।
এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কাজে সহযোগিতা করেন জীবননগর বনবিভাগ ও জীবননগর থানা পুলিশ।