*দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে চাই : জেলা প্রশাসক
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: দুর্নীতিমুক্ত মানবিক জেলা প্রশাসন গড়ে তোলা আমার মূল লক্ষ্য। আমার সাথে যারা কাজ করবে তাদের দুর্নীতি থেকে দূরে থাকতে হবে। আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই দুর্নীতির অভিযোগে আমার কার্যালয়ে দুইজনকে বরখাস্ত এবং সাতজন কর্মচারিকে বদলি করেছি।
সোমবার (২২ মার্চ ) বেলা ১২ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে চট্টগ্রাম জেলা প্রশাসকের মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কোভিড এর দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। জেলা প্রশাসন জনসাধারণকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কেউ যদি নির্দেশনা না মানে তাহলে জরিমানাও করছে। প্রশাসনের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। সরকারি সেবাসংস্থার পাশাপাশি স্কাউট, বিএনসিস, রেড ক্রিসেন্টসহ প্রায ১৩টি সেবাসংস্থাকে কোভিড মোকাবেলায় মাঠে নামানো হবে।
সাংবাদিকরা করোনার সময় মাঠে থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করেছে। কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাংবাদিকরা প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করবে বলে আশা রাখি। আমি একজন সাংবাদিক বান্ধব প্রশাসক।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, কোভিডের প্রাথমিক পর্যায়ে অনেক সাংবাদিক কোভিডে আক্রান্ত হয়েছিল। নিরলসভাবে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করেছে। জেলা প্রশাসন যাতে সাংবাদিকদের পাশে থাকে সে আশা আমরা ব্যক্ত করি।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারী চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এবং সাংবাদিক নেতৃবৃন্দ।