জাতীয় শ্রমিক লীগের জয়পুরহাট জেলা শাখা′র ত্রি বার্ষিক সম্মেলন দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমিটির কাউন্সিলরদের ভোট বা সম্মেলনস্থলে নতুন কমিটি ঘোষণা না দিয়েই শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা সম্মেলন স্থল ত্যাগ করেন। পরে সার্কিট হাউজে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম ঘোষণা করেন।
জাতীয় শ্রমিক লীগ জয়পুরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নান।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কে এম আজম খসরু, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ শ্রমিক লীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান। ২০০৯ সালে সর্বশেষ জাতীয় শ্রমিক লীগ জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
পরে বুধবার সন্ধ্যার আগে জেলার সার্কিট হাউসে জাতীয় শ্রমিক লীগ জয়পুরহাট জেলা শাখার পুনরায় সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও নতুন সাধারণ সম্পাদক রাশেদ আহম্মেদ মিলনের নাম ঘোষণা করেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নান।